‘অপয়া বলে আমায় ফিল্মে নিতে চাইতেন না প্রযোজকরা’
দক্ষিণী ছবিতে সেই ২০১০ থেকে দাপিয়ে
বেড়াচ্ছেন তাপসী পান্নু। শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রীর তালিকাতেও ছিলেন তিনি।
তারপর একে একে ‘বেবি’, ‘পিঙ্ক’, ‘জুড়য়া ২’তে অভিনয় করেছেন। যদিও তাপসী
অভিনীত ‘দিল জংলী’,‘রানিং শাদি’ সেভাবে দাগ কাটতে পারেনি সাধারণের মনে।
কিন্তু সম্প্রতি ‘মিশন মঙ্গল’ ছবিতে তাঁর অনবদ্য অভিনয় প্রশংসিত হয়েছে
সমালোচক মহলে।
Comments
Post a Comment