মুস্তাফিজ-মিরাজদের নয়া কোচ ল্যাঙ্গেভেল্ট-ভেট্টোরি
বিশ্বকাপ শেষে ওয়ালশ-যোশীকে বিদায়
দেয়ার পর অনেকটা অবিভাবক শূন্য হয়ে পড়েন মুস্তাফিজ-মিরাজরা। বিসিবি খুব
বেশিদিন অপেক্ষায় রাখেনি টাইগারদের। শ্রীলঙ্কা সফরের মাঝেই সুখবর দিয়ে
তাদের নতুন বোলিং কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টোরি এবং চার্লস
ল্যাঙ্গেভেল্টকে নিয়োগ দিয়েছে বোর্ড।
Comments
Post a Comment