সন্তানের জন্য মায়ের অশ্রুসিক্ত আকুতি, তবুও...
সন্তানের জন্য মায়ের সবিনয় আকুতি।
কিন্তু মন গলেনি দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীর। শেষতক হাঁটু মুড়ে বসে
পড়েছেন ওই নারী। কাতর আহ্বানের সঙ্গে আঁকড়ে জড়িয়ে ধরে রেখেছেন ৬ বছরের
ছেলেকে। কান্না চাপতে হাত দিয়ে মুখ ঢেকেও সামলাতে পারেননি নিজেকে।
Comments
Post a Comment